আস-সালামু আলাইকুম।
সালাতের মধ্যে যদি আমি আল্লাহর নিয়ামত, তার দয়া, জান্নাত, জাহান্নাম এবং আমার করা ভূল ত্রুটি গুলো নিয়ে চিন্তা করি এবং সেগুলো থেকে বের হওয়ার চিন্তা করি তাহলে কি ঠিক হবে? মানে নামাজে এরকম চিন্তা করা জায়েজ আছে কি?
উত্তর
ওয়া আলাইকুমুস সালাম। না, নামাযের মধ্যে এসব চিন্তা করা যাবে না। নামাযের বিষয়গুলোর দিকে লক্ষ্য রাখতে হবে।