আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 6576

বিবাহ-তালাক

প্রকাশকাল: 18 ডিসে. 2023

প্রশ্ন

আস-সালামু আলাইকুম।
আমার স্ত্রী বাপের বাড়ি বেড়াতে গেলে আমাদের পরিবারের এবং আমার  বিভিন্ন দোষ ত্রুটির কথা বলে। পরে আমার শ্বশুর  ফোন দিয়ে বলে আমাদের সাথে আর সম্পর্ক রাখবে না। পরে তাদের পক্ষ থেকে জানায় কাজী অফিসে বসে  খোলা তালাক হবে। পরে উভয় পক্ষ কাজী অফিসে আসি এবং শালিসির মত পরিস্থিতি তৈরি হয়।শালিসির লোকজন আমার মত জানতে চাইলে আমি বলি আমাকে যদি তাদের মেয়ে দেয় তাহলে আমি নিব। পরে আমার শ্বশুরের মত জানতে চাইলে তিনি বলেন আমার মেয়ে দিব না। পরে আমার স্ত্রীর কাছে জানতে চাইলে সে বলে আমার গার্ডিয়ান যে সিদ্ধান্ত নেয়।
পরে সালিশির লোকজন আমাদের ১ লক্ষ টাকা কাবিন ছিল সেখান থেকে ৫০ হাজার টাকা এবং তিন মাসের খোরপোশ ১৫ হাজার মোট ৬৫ হাজার টাকা দেওয়ার কথা বললে তাতেই তারা রাজি হয়।
পরে তালাকের কাগজে আমার স্ত্রী স্বাক্ষর দিতে আসলে কান্নাকাটি করে পরে ওর গার্ডিয়ান স্বাক্ষর দিতে বললে কাগজে কি লেখা ছিল তা না পরেই স্বাক্ষর দেয়। পরে আমাকে স্বাক্ষর দিতে বললে আমি রাজি না হলে মেয়ে পক্ষ থেকে একজন বলে স্বাক্ষর না দিলে মামলা করব। তারপর আমিও স্বাক্ষর দিয়ে দেই। কিন্ত কাগজ  কি লেখা ছিল আমিও পড়ে দেখি নাই(কাগজে “এক তালাক, দুই তালাক বায়েন” লেখা ছিল)। স্বাক্ষর দেওয়ার পর কাজী আমাকে মুখের তালাক দিতে বলে এবং আমি আমার স্ত্রীর নাম উচ্চারণ করে ” এক তালাক ” বলে উঠে যাই আর দিতে চাই না (আসলে মুখের তালাক ও আমি দিতে চাই না)। পরে কাজী এবং যারা ছিল তারা বলে পুরপুরি তালাক দিয়ে দাও। তখন মাগরিবের ওয়াক্ত শেষ হইয়া যাইতেছিল তাই আমি বলি আচ্ছা নামাজ শেষ করি।পরে মেয়ে পক্ষ সবাই চলে যায় এবং আমি নামাজ শেষ করে আসার সময় কাজি বলে মুখের তালাক টা পুরোপুরি দিয়ে যাও।তারপর কাজী স্ত্রীর নাম উল্লেখ করে ” এক তালাক, দুই তালাক, তিন তালাক বায়েন দিলাম ” বলতে বলে এবং আমিও বলি।
এখন প্রশ্ন হচ্ছে খোলা তালাকের কাগজে স্বাক্ষর দেওয়ার পর মুখে এক তালাক দেওয়ায় কী এক তালাক বাইন হয়ে খোলা তালাক হয়ে গেছে?  এবং যদি খোলা তালাক হয়ে থাকে তাহলে পরবর্তী তিন তালাক কি পতিত হবে?নাকি ঐ তিন তালাক দ্বারাও খোলা তালাক হবে?
 আসলে খোলা তালাক হইছে না আমার কর্তৃকই তালাক হইছে?
এক্ষেত্রে স্বামী – স্ত্রী পুনরায় সংসার করতে চাইলে করনীয় কী এবং কোন পথ কি আছে?
দয়া করে বিস্তারিতভাবে জানালে একটু উপকৃত হতাম।

উত্তর

খুলা হচ্ছে কোন কিছুর বিনিময়ে স্ত্রী বিচ্ছিন্ন হয়ে যাওয়া। এক্ষেত্রে স্বামী সে বিনিময়টি গ্রহণ করে স্ত্রীকে বিচ্ছিন্ন করে দিবে; এ বিনিময়টি স্বামী কর্তৃক স্ত্রীকে প্রদত্ত মোহরানা হোক কিংবা এর চেয়ে বেশি সম্পদ হোক কিংবা এর চেয়ে কম হোক। তালাক হচ্ছে স্বামীর অধিকার। স্বামী তালাক দিলেই তালাক সংঘটিত হবে।খুলা তালাকের পদ্ধতি হলো  স্বামী বিনিময় গ্রহণ করবেন কিংবা তারা দুইজন এ বিষয়ে একমত হবেন; এরপর স্বামী তার স্ত্রীকে বলবেন: আমি তোমাকে বিচ্ছিন্ন করে দিলাম কিংবা আমি তোমাকে খুলা তালাক দিলাম, কিংবা এ জাতীয় অন্য কোন শব্দ। খুলা যদি তালাক শব্দ দিয়ে বলে তালাক হিসেবে গণ্য হবে। অন্য শব্দে বললেও অধিকাংশ ফকীহর মতে তালাক হিসেবেই গণ্য হবে। যদি এই সময় তিন তালাক দেয়ার কথা বলে তাহলে তিন তালাক পতিত হবে। যদি সে সময় শুধু তালাক দেয় তাহলে এক তালাকে বায়েন হবে, ইদ্দতের মধ্যে যদি আবার তালাক দেয় তাহলে সেই তালাকও পতিত হবে। যেহেতু আপনি খোলা করার সময় তিন তালাক দিয়েছেন সেহেতু তিন তালাক পতিত হবে। যদি আপনি মনে করেন খোলা করার সময় তিন তালাক দেন নি, পরবর্তীতে দিয়েছেন তবুও তিন তালাক হবে। কারণ আপনি ইদ্দতের মধ্যে দিয়েছেন। এখন আর সংসার করার কোন সুযোগ নেই। যদি সেই মহিলার কোথাও বিয়ে হওয়ার পর তালাক দেয় অথবা সেই স্বামী মারা যায় তাহলে কেবল আপনি বিবাহ করতে পারবেন। রদ্দুল মুখতার ১১/১৯৬ আরবী পাঠ হলো فإذا أبان امرأته ثم طلقها ثلاثا في العدة وقع আল মাউসুয়াতুল ফিকহিয়্যাতুল কুয়েতিয়্যাহ ১১/২৩৭ বিস্তারিত জানতে আরো দেখতে পারেন