আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 6571

দান-সদকাহ

প্রকাশকাল: 18 ডিসে. 2023

প্রশ্ন

আস-সালামু আলাইকুম। আমি আমার পিতা মাতার একমাত্র মেয়ে সন্তান, আমার আর কোন ভাই বোন নেই। এক্ষেত্রে আমার আব্বু তার নামে যে সকল জায়গা সম্পতি আছে তা আমাকে দান করে দিয়ে যেতে চাচ্ছেন, আমি শুনেছি আমার আব্বুর মৃত্যুর পর আব্বুর জায়গায় সম্মতি আমার চাচারাও পাবেন। এক্ষেত্রে আমার করণীয় কি? (আমার চার চাচা ও তিন ফুফি)

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। না, এটা করা আপনার আব্বার জন্য বৈধ হবে না। আল্লাহ তায়ালার বিধানে সন্তুষ্ট থেকে তার কাজ করা উচিত। কাউকে দিয়ে যাওয়ার দরকার নেই। তিনি মারা গেলে আল্লাহ বিধান অনুযায়ী যারা যতটুকু পাওয়ার পাবে। আপনি পুরো সম্পদের অর্ধেক পাবেন, আপনার আম্মা ৮ ভাগরে একভাগ পাবে। চাচারা বাকীটুুকু পাবে। এভাবে শুধু আপনার নামে লিখে দেওয়া আল্লাহ তায়ালার বিধানে হস্তক্ষেপ করার শামিল।  যদি তিনি সব সম্পদ আপনার নামে লিখে দেন তবুও আপনার জন্য উচিত হবে যার যা অংশ প্রাপ্য সেগুলো তাদের দিয়ে দেওয়া। যাতে করে আপনার পিতা আল্লাহর আযাব-গজব থেকে মুক্তি পান।