আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 6570

সালাত

প্রকাশকাল: 18 ডিসে. 2023

প্রশ্ন

আস-সালামু আলাইকুম। আমি সাধারণ আমার একমাত্র ছেলেকে নিয়ে মসজিদে জামাতের সাথে ফরজ নামাজ পড়ে বাসায় এসে সুন্নত নামাজগুলো আদায় করি। কিন্তু অনেক সময় ছেলে বা আমার সময়ের মিল না হওয়ার কারণে জামাতে নামাজ পড়তে পারি না। তখন ওকে ফোন করে বলি, একটু অপেক্ষা করার জন্য যে এক সাথে দুজন মিলে জামাত করে নামাজ পড়বো। অনেক সময় এমন হয়, আমি বাসায় পৌঁছাতে পৌঁছাতে জামাত ছুটে যাওয়ার সম্ভবনা থাকে কিংবা দেখা যায় জামাতের সময় হেয়ে গেছে কিন্তু তার ক্লাশ শেষ হয় নাই। এ অবস্থায় আমি বা সে পরস্পরের জন্য অপেক্ষা করে পরে এক সাথে বাসায় দুজনে জামাতে সালাত আদায় করি। তাছাড়া, অনেক সময় আমি বাসায় না থাকলে সে একা মসজিদে দিয়ে জামাতে নামাজ পড়তে গড়িমসি করে। ইদানিং এটা খুব বেশী হচ্ছে।

আমার প্রশ্ন হল- এ ভাবে নামাজ আদায় (দুজনে মিলে জামাত করে) করলে কি জামাতে নামাজ পড়ার হুকুম আদায় হবে? জাজাকুমুল্লাহ খায়রান।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। কোন কারণে কয়েকজনের যদি মসজিদে জামাত মিস হয় তাহলে সেক্ষেত্রে জামাত করে নামায আদায় করতে পারে। তবে ইচ্ছাকৃতভাবে মসজিদের জামাত মিস করে কয়েকজন মিলে জামাত করা ভাল কাজ নয়। দুজন মিলে নামায পড়লে  একাকী পড়ার চেয়ে বেশী সওয়াব হবে তবে তাতে কখনো মসজিদের জামাতের মত সওয়াব পাওয়া যাবে না। নীচের হাদীসটি লক্ষ্য করুন: أبي بن كعب، قال: صلى بنا رسول الله – صلى الله عليه وسلم – يوما الصبح فقال: “أشاهد فلان؟ ” قالوا: لا، قال: “أشاهد فلان؟ ” قالوا: لا، قال: “إن هاتين الصلاتين أثقل الصلوات على المنافقين، ولو تعلمون ما فيهما لأتيتموهما ولو حبوا على الركب، وإن الصف الأول على مثل صف الملائكة، ولو علمتم ما فضيلته لابتدرتموه، وإن صلاة الرجل مع الرجل أزكى من صلاته وحده، وصلاته مع الرجلين أزكى من صلاته مع الرجل، وما كثر فهو أحب إلى الله تعالى” উবাই ইবনু কা’ব (রাঃ) সূত্রে বর্ণিত। তিনি বলেন, একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সাথে ফজরের সালাত আদায় করার পর বললেনঃ অমুক হাযির আছেন কি? সাহাবীগণ বললেনঃ না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ এ দুই ওয়াক্ত (ফজর ও ’ইশা) সালাতই মুনাফিকদের জন্য বেশি ভারী হয়ে থাকে। তোমরা যদি এই দুই ওয়াক্ত সালাতে কি পরিমাণ সাওয়াব রয়েছে তা জানতে, তাহলে হামাগুড়ি দিয়ে হলেও তোমরা অবশ্যই এতে শামিল হতে। জামা’আতের প্রথম কাতার মালায়িকাহর (ফিরিশতাদের) কাতারের সমতুল্য। তোমরা যদি এর ফাযীলাত সম্পর্কে জানতে, তাহলে অবশ্যই তোমরা এজন্য প্রতিযোগিতা করতে। নিশ্চয় দু’জনের জামা’আত একাকী সালাত আদায়ের চেয়ে উত্তম। তিনজনের জামা’আত দু’জনের জামা’আতের চেয়ে উত্তম। জামা’আতে লোক সংখ্যা যত বেশী হবে মহান আল্লাহর নিকট তা ততই বেশি পছন্দনীয়। সুনানু আবু দাউদ, হাদীস নং ৫৫৪। হাদীসটি হাসান সহীহ। সুতরাং যখন আপনাদের একজনের মসজিদে যাওয়ার সময় থাকে সে মসজিদে গিয়ে নামায আদায় করবে। তবে কোন কারণে দুজনের কেউই মসজিদের জামাত না পেলে দুজন বাড়িতে জামাত করে নামায আদায় করবেন। তবে একজনের অপেক্ষায় আরেকজন মসজিদের জামাত বাদ দিবেন না।