আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 6567

ঈদ কুরবানী

প্রকাশকাল: 18 ডিসে. 2023

প্রশ্ন

আস-সালামু আলাইকুম শায়েখ, প্রতি বছরের মতো এ বছরও আলহামদুল্লিলাহ্ কোরবানী করার তৌফিক হয়েছে শ্বশুর বাড়ির দিকের আত্বীয়দের সাথে। মনের দিক দিয়ে এবারের কোরবানীতে প্রশান্তি পাচ্ছি না। কারণ আমার বড় সমন্ধি ও আমার শাশুড়ি মাংশের আশায় বড় গরু কিনেছে, তাদের সাথে কোরবানীতে শরিক না হলে সম্পর্ক নস্ট হবে ভেবে শরিক হয়েছি। এখন আমাদের করণীয় কি?

উত্তর

ওয়া আলাইকুমুস সালম। কুরবানী সহীহ হয়েছে। তবে আগামীতে মানসিক প্রশান্তির জন্য আপনি ছাগল বা ছোট পশু কুরবানী দিবেন। অথাব যাদের সাথে দিলে ভালো লাগবে তাদের সাথে কুরবানী করবেন।