আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 6566

সালাত

প্রকাশকাল: 18 ডিসে. 2023

প্রশ্ন

আস-সালামু আলাইকুম, আমার নানা, ছোট বেলা থেকেই পাঁচ ওয়াক্ত নামাজ পড়তেন, সহিহ হাদীস জানতেন ও সাধ্যমত আমলও করতেন কিন্তু বছরের একটা দিনকে কাকতালীয়ভাবে খারাপ পেতেন ও বিশ্বাস করতেন, তিনি কি শিরকের ওপর মারা গেছেন? কলেজে ছেলে মেয়ে একই ছাদের নীচে ক্লাস করা ইসলামে নিষেধ, শুধু মেয়েদের ক্লাস করতে হলে বাসে করে জেলা শহরে যেতে হবে, এ ক্ষেত্রে কি করবো?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। আপনার প্রথম প্রশ্ন খুব বেশী স্পষ্ট নয়। কোন মূ’মিনে যদি বছরের কোন দিনকে অশুভ বিশ্বাস করেন তাহলে এটা ইসলামী বিশ্বাসের পরিপন্থি। অশুভ দিন বলতে কিছু নেই। যদি তিনি বছরের কোন একটা দিনকে অশুভ মনে করে থাকেন তাহলে তার গুনাহ হয়েছে। আর ছেলে-মেয়ে এক শ্রেনীকক্ষে ক্লাসের চেয়ে বাসে করে দূরে শুধু মেয়েদের পড়াশোনার ব্যবস্থা যেখানে সেখানে যাওয়া ভাল মনে হয়। তবে সেখানেও সমস্যা থাকে, নিরাপত্তার সমস্যা থাকে। পর্দা, নিরপত্তা উভয়টার দিকে খেয়াল রাখতে হবে। পর্দা ফরজ, নিরাপত্তায় থাকা আপনার জীবনের জন্য যত প্রয়োজন এইসব পড়াশোনা তত প্রয়োজন নয়। অধিক প্রয়োজনীয় বিষয়টি অগ্রাধিকার দিয়ে সামনে চলবেন।