আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 6561

সালাত

প্রকাশকাল: 18 ডিসে. 2023

প্রশ্ন

আস-সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি কুমিল্লায়ে থাকি। এখনে সুন্নিদের প্রচুর ভণ্ডামি চলে। শুক্র বার জুম্মাতে অন্য মাযহাব অনুসারিদের গালি দেয়। তাই আমি মসজিদে তাদের পিছনে নামাজ না পরে ঘরে পরি, এমনকি জুম্মা ও পরি না। ঘরে জুম্মার দিন জোহর নামাজ পরি। মসজিদে যেয়ে নামায পরতে মন চায়। দয়া করে একটা সমাধান দেন। আস-সালামু আলাইকুম।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। আপনার সিদ্ধান্ত মোটেও সঠিক নয়। কোন ভাবেই জুমুআর নামায বাদ দেওয়ার কোন সুযোগ নেই। সেখানে তো মসজিদ একটা দুটো নয়, অনেক মসজিদ। যেখান ভালো ইমাম, বিশুদ্ধ আকীদার খতীব নামায পড়ায় সেখানে জুমুআর নামায আদায় করবে। আর যদি কোন ক্রমে ভালো ইমাম না পান তাহলে এই বিদআতী ইমামদের পিছনেই আপনাকে নামায আদায় করতে হবে। এতো দিন যা করছেন তার জন্য তওবা করবেন, সামনে আর কখনো জুমুআর নামায মিস করবেন না। অন্যান্য ওয়াক্তের নামাযও মসজিদে আদায় করবেন।