আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 6560

ব্যক্তিগত ও পারিবারিক

প্রকাশকাল: 18 ডিসে. 2023

প্রশ্ন

আস-সালামু আলাইকুম। আমি যদি আমার স্থাবর সম্পদ (বাড়ি) আমার স্ত্রীর নামে রেজিষ্ট্রেশন করে দেই তাতে কি গুনাহ হবে বা গুনাহ কি মাত্রার হবে? এরকম কি করা যায় আমার মরনের পর এটা কার্যকর হবে? এর কারণ  আমার মরনের পর আমার ২ কন্যা (পুত্র নেই) এবং ভাইয়েরা/ভাতিজারা যাতে তাকে বেদখল করতে না পারে। অনেক সময় দেখা যায় সন্তানেরা মাকে দেখছে না আবার ভাই ভাতিজারা তাদের প্রাপ্য যতটুকু তা না নিয়ে জোর করে পুরোটাই দখল করছে।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। আপনি মারা যাওয়ার পর আপনার সম্পদের ৮ ভাগের একভাগ আপনার স্ত্রী পাবে, মোট সম্পদের ৩ ভাগের দুইভাগ আপনার মেয়েরা পাবে। বাকীটুকু আপনর ভাই বা ভাতিজারা পাবে। অনেকে ভাই ভাতিজারা যাতে না পায় সে জন্য সব স্ত্রী-কন্যাদের নামে লিখে দিয়ে যায়, এটা সুস্পষ্ট আল্লাহর আইনের লংঘন, আল্লাহর সিন্ধান্তের উপর হস্তক্ষেপ। আপনি যে অবস্থার কথা বলছেন, এই অবস্থায় আপনার ভাই ভাতিজারা আপনার সম্পদ দখল করতে পারবে, এটা সাধারণত হতে পারে না। ছেলে-মেয়েরা ছোট থাকা অবস্থায় কেউ মারা গেলে এমন জবর দখল অনেক সময় হয়। দ্বিতীয়ত এমন ঘটনাও শোনা যায় স্ত্রীকে খুব বিশ্বাস করে তার নামে সব সম্পদ লিখে দেওয়ার পর স্ত্রী স্বামীকে বাড়ি থেকে বের করে দেয়। সুতরাং আল্লাহর সিন্ধান্তের উপর সন্তুষ্ট থাকুন, যখন যার সম্পদ যা পাওয়ার সে তা পেয়ে যাবে।  এতো বেশী চিন্তা করার দরকার নেই। যারা ওয়ারিশ হয় তাদের কারো নামে সম্পদ লিখে দেওয়ার দরকার নেই। তারা এমনিতেই পাবে, তবে তাদের কারো প্রতি জুলমু হওয়ার আশঙ্কা থাকলে তার জন্য কিছু লিখে দেওয়া যাবে।