আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 6558

ব্যক্তিগত ও পারিবারিক

প্রকাশকাল: 18 ডিসে. 2023

প্রশ্ন

যদি কোনো আত্মীয়ের সাথে কথা বললে তারা কথায় কথায় ভুল ধরে ফিতনা সৃষ্টি করে তাহলেও কি তাদের সাথে কথা বলতে হবে? তিনদিনের বেশি কথা না বললে ইবাদাত কবুল হয়না। আমি আমার এক আত্মীয়ের সাথে কথা বলিনা ফিতনা ফ্যাসাদের ভয়ে ও তারা আমাকে কথা দ্বারা কষ্ট দেয় ও অপমান করে।আমার এখন কি তাদের সাথে কথা বলতেই হবে?

উত্তর

কারো থেকে খারাপ আচরণের আশঙ্কা থাকলে, কোন ক্ষতির আশঙ্কা থাকলে তাকে এড়িয়ে চললে সমস্যা নেই। তবে তার প্রতি কোন হিংসা করা যাবে না। তার ক্ষতিও চাওয়া যাবে না। স্বাভাবিক অবস্থায় কথা না বলা গুনাহ। আপনি যা উল্লেখ করেছেন সেই অবস্থায় নিজেকে রক্ষা করা জন্য যা কিছু করার করা যাবে।