যদি কোনো আত্মীয়ের সাথে কথা বললে তারা কথায় কথায় ভুল ধরে ফিতনা সৃষ্টি করে তাহলেও কি তাদের সাথে কথা বলতে হবে? তিনদিনের বেশি কথা না বললে ইবাদাত কবুল হয়না। আমি আমার এক আত্মীয়ের সাথে কথা বলিনা ফিতনা ফ্যাসাদের ভয়ে ও তারা আমাকে কথা দ্বারা কষ্ট দেয় ও অপমান করে।আমার এখন কি তাদের সাথে কথা বলতেই হবে?