আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 6557

বিবিধ

প্রকাশকাল: 18 ডিসে. 2023

প্রশ্ন

আমি শুনেছি মানুষ মৃত্যুর পর পড়ে থাকা বডি বা দেহ যদি কেউ ধরে, ঠান্ডা কিংবা গরম পানি দিয়ে গোসল করায় তাহলে নাকি মৃত ব্যক্তির আত্মা অনেক ব্যাথা অনুভব করে। আমার প্রশ্ন হচ্ছে মানুষ মৃত্যুর পর দুনিয়ায় পড়ে থাকা বডিতে আসলে ব্যথা অনুভব করে? কারণ মৃত্যুর পর দেহ থেকে তো আত্মা বের হয়ে যায়।

উত্তর

মৃতদেহ কোন কারণে ব্যাথা অনুভব করে, এমন কথা সঠিক নয়। তবে মৃতদেহের সাথে সম্মানের আচরণ করতে হবে। অবমাননা হয় এমন কোন আচরণ মৃতদেহের সাথে করা যাবে না।