আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 6556

বিবাহ-তালাক

প্রকাশকাল: 18 ডিসে. 2023

প্রশ্ন

আস-সালামু আলাইকুম। শ্বশুরবাড়ির পরিবেশ যদি এমন হয় যে সারাক্ষন আপনাকে তটস্থ থাকতে হয় এই ভেবে যে, এখন আবার কোন ইস্যু নিয়ে ঝগড়া শুরু হয়ে যায়, আর উনাদের যেকোনো বিষয়েই ছেলের বউকে টেনে এনে গালাগালি করা হয়, যেমন নতুন ঘর বাঁধা হচ্ছে সেই বিষয়ে আলোচনা করতে করতে ছেলের বউ এর প্রসংগ এনে তার বাবার বাড়ীকে নিয়ে কটুকথা শোনানো শুরু হয়ে গেলো।

এভাবে প্রতিদিন ই কোনোনা কোনভাবে এসব চলতে থাকলে তাদের সাথে কিভাবে থাকা যাবে? উল্লেখ্য বিয়ের ৩ বছর পরও পরিস্থিতির কোনো পরিবর্তন হয়নি। তাদের মতে বউদের শ্বশুর বাড়িতে কোনো অধিকার নেই। বউ এর বাবার বাড়ি থেকে কেউ আসলে তাকে অপমান করা, ভাসুর/দেবর সম্বন্ধীয় কেউ বউ এর বাবা মা বোনদের নাম তুলে অশ্লীল ভাষায় গালাগালি করে। ছেলে প্রতিবাদ করলে তাকে কথায় কথায় অভিশাপ দেওয়া। কখনো ঝগড়া করিনি।

এসব সহ্য করা অনেক কঠিন হয়ে গেছে। উল্লেখ্য বিয়ের আগে থেকেই এসব আচরনের সম্নুখীন হয়েছি। ভেবেছিলাম বিয়ের পর ঠিক হয়ে যাবে।কিন্তু বিয়ের পর পরিস্থিতি আরো বাজে হয়ে যায়। বাড়ির আশেপাশে কারো সাথেই উনাদের সম্পর্ক ভালো নয়।সবাইকেই সবসময় কটু কথা শোনায়। আমি এভয়েড করেই থাকতে চাইছি। ছেলে নিজের হক আদায় করে। কিন্তু উনাদের ভাষায় হক আদায় হলো বোন দের বাড়িতে প্রতিমাসে বাজার করে পাঠানো, যদিও তারা সামর্থ্যবান।

কিন্তু ভাইদের এখনো ইনকাম এখনো তেমন নয় যে সংসার এর যাবতীয় খরচের পর অন্য খরচ করবে। উল্লেখ্য উনাদের ৩ বোন। বোনদের স্বামীর সামর্থ্য থাকা সত্ত্বেও উনাদের বাড়ি বানিয়ে দেওয়া। এইসব করার সামর্থ্য ভাইদের থাকলে হয়তো এখানে বলতে হতোনা।এসব বিষয়েও কথা ছেলের বউদেরই শুনতে হয়।কথা শোনা বিষয় নয়।কিন্তু প্রতিনিয়ত কারো অভিসম্পাত শোনাও কাম্য নয়। দূরে থাকলে তারা ভালো থাকে।

উনারা তাবিজ, ঝাড় ফুক, আংটি পড়া, হুজুর বা বদ্যি র কাছে যাওয়া এসবে খুব বিশ্বাসী। এসব দেখলেও দম বন্ধ লাগে। শ্বশুর বেচে থাকা অবস্থায় উনাকেও কটু কথা শোনানো হত। এ অবস্থায় আমার করনীয় কি?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। খুবই দু:খজনক ব্যাপার। দেশের অনেক পরিবারের অবস্থাই এরকম। স্বামী যদি এই পরিস্থিতির শান্তিপূর্ণ সমাধানে অক্ষম হয় তাহলে স্বামীর উচিত তার স্ত্রীকে নিয়ে এসব খারাপ মানুষদের থেকে দূরে অন্য কোথাও বসবাস করা। আপনি আপনার স্বামীকে বুঝিয়ে বলবেন, এই অসহনীয় পরিস্থিতি থেকে রক্ষা পাওয়ার জন্য আপনাদের দূরে কোথাও বসবাস করা দরকার। যদি স্বামী সে ব্যবস্থা না করতে পারবেন ততদিন কষ্ট হলেও সবরের সাথে এখানে থাকবেন। এক সময় সব ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ আপনাদের সমস্যার সমাধান করে দিন।