আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 6554

ব্যক্তিগত ও পারিবারিক

প্রকাশকাল: 18 ডিসে. 2023

প্রশ্ন

আস-সালামু আলাইকুম। আমার প্রশ্ন হচ্ছে আমি আমার একমাত্র ছোট ভাইয়ের সাথে আজ ১০ মাস কথা বলি না। এর কারণ আমার বাবা, মা ও আমার সাথে ছোট ছোট ব্যাপারে কথা কাটাকাটি হলেও মনে আঘাত করে কথা বলে। কিন্তু আমি তা ভুলে গিয়ে তার সাথে বার বার কথা বলি। আর সে বার বার মনে আঘাত করে কথা বলে।

আর এখন বিয়ের পর বৌয়ের কথা শুনে আমাদের সাথে খারাপ ব্যবহার করে, যোগাযোগ ভালো মতো করে না। এমন কি আমার সাড়ে পাঁচ বছরের মেয়ে কে তার বাসায় যাওয়া নিষেধ করে দেয়। তাই তার সাথে কথা বলা বন্ধ করে দেই। কিন্তু তার জন্য আমি আল্লাহর কাছে দোয়া করি তাকে আল্লাহ যেন হেদায়েত দান করেন। তাহলে কি আমার নেক আমল আল্লাহর দরবারে কবুল হবে না? আমার কি গুনাহ হচ্ছে?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। আপনার ছোট ভাইয়ের অনিষ্ঠতা থেকে রক্ষা পেতে যা প্রয়োজন সেটা করবেন। নিজে তার থেকে দূরে থাকবেন। বাচ্চাদের তার কাছে যেতে দিবেন না।  তবে প্রয়োজনীয় কথা বলবেন। কথা বন্ধ রাখবেন না।