একজন ইসলামি বই লেখক তার স্ত্রী, ৯ ছেলে মেয়ে রেখে মারা গেলেন। তার মৃত্যুর কয়েক বছর পর তার স্ত্রী মারা গেলেন। কিন্তু, স্ত্রীর মা বাবা এখনো জীবিত। শরীয়াত অনুযায়ী লেখকের শ্বশুর শাশুড়ী লেখকের স্ত্রীর ওয়ারিশ সূত্রে পাওয়া স্থাবর সম্পদ এর ভাগ পেলেন। প্রশ্ন হলঃ লেখকের রয়্যালটির টাকাও কি লেখকের শ্বশুর শ্বাশুড়ি পাবেন? উল্লেখ্য লেখকের বই এখনো ছাপা হয় এবং তার ছেলে মেয়েরা রয়্যালিটির টাকা ভোগ করছেন।