আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 6546

হাদীস

প্রকাশকাল: 18 ডিসে. 2023

প্রশ্ন

আস-সালামু আলাইকুম প্রিয় শায়েখ আশা করছি ভালো আছেন।  আল হামদুলিল্লাহ আমিও ভালো আছি।  শায়েখ আমার একটা জিজ্ঞাসা ছিল– নিচের কয়েকটি হাদিস লক্ষ্য করুন–

قَالَ: كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم يُصَلِّي قَبْلَ العَصْرِ أَرْبَعَ رَكَعَاتٍ، يَفْصِلُ بَيْنَهُنَّ بِالتَّسْلِيمِ عَلَى المَلائِكَةِ المُقَرَّبِينَ، وَمَنْ تَبِعَهُمْ مِنَ المُسْلِمِينَ وَالمُؤْمِنِينَ . رَوَاهُ التِّرمِذِيُّ، وَقَالَ: حَدِيثٌ حَسَنٌ

১.  বাংলা অর্থ: আলী ইবনে আবী তালেব রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, ‘নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসরের ফরয নামাযের আগে চার রাকাত সুন্নত পড়তেন। তার মাঝখানে নিকটবর্তী ফেরেশতাবর্গ ও তাদের অনুসারী মুসলিম ও মুমিনদের প্রতি সালাম পেশ করার মাধ্যমে পার্থক্য করতেন।’ (অর্থাৎ চার রাকআতে দু’ রাকআত পর পর সালাম ফিরতেন। [তিরমিযী ৪২৯, ইবনু মাজাহ ১১৬১]

আরবি হাদিস: وَعَنِ ابنِ عُمَرَ رَضِيَ اللهُ عَنْهُمَا، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم، قَالَ: «رَحِمَ اللهُ امْرَءاً صَلَّى قَبْلَ العَصْرِ أَرْبَعاً». رواه أبُو دَاوُدَ وَالتِّرمِذِيُّ، وَقَالَ: حَدِيثٌ حَسَنٌ.

২. বাংলা অর্থ: ইবনে উমার রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “আল্লাহ সেই ব্যক্তির ওপর রহম করুন, যে ব্যক্তি আসরের পূর্বে চার রাকাত সুন্নত পড়ে।” [আবূ দাউদ ১২৭১, তিরমিযী ৪৩০

শায়েখ এই হাদিস দুইটির মান কি সহিহ? এই হাদিসের উপর আমল করা যাবে কি? এই হাদিস দুইটির মান কি সহিহ?

উত্তর

উক্ত হাদীস দুটি হাসান। এগুলোর উপর আমল করা যাবে।