আস-সালামু আলাইকুম। আমি কাতার অবস্থানরত প্রবাসী। আমাদের কোম্পানিতে প্রায় লোক একটি ব্যবসায়ের সাথে জড়িত। ব্যবসায়ের ধরন এমন। ব্যবসায় (অনলাইনে) লগইন করার জন্য তাদের কে এককালীন ১৮০০০ টাকা দিয়েছি। আর তারা প্রতিদিন বিভিন্ন প্রোডাক্টের ছবি পাঠায় এপস এ। আমরা প্রোডাক্ট গুলো অনলাইনে রিসিভ করে আবার পাবলিশ করি। আর এর বিনিময়ে ঐ কোম্পানি আমাদের কে নির্দিষ্ঠ পরিমান ডলার সমহারে প্রতিদিন দেয়। এখন আমার প্রশ্ন হলো এটা আসলে হালাল হবে কীনা?
আশা করি প্রশ্নটা বুঝাতে পেরেছি। না বুঝাতে পারলে জিজ্ঞেস করেন।