আস-সালামু আলাইকুম, একটি ব্যক্তিগত ও বৈশ্বিক হতাশা থেকে প্রশ্ন করছি।
আমি একজন ওয়েব – ডেভেলপার শিক্ষানবিস। পরিবারের দায়িত্ব নিতেই অনেক স্বপ্ন নিয়ে এই সেকটরে ক্যারিয়ার করার পরিকল্পনা করেছি । কিন্তু এখনকার যুগে এ-আই বিপ্লব নতুন করে এই সেকটরের জন্য হুমকি হয়ে দাড়িয়েছে।
মানুষের অনেক কাজ সহজে করে দিচ্ছে, এটি নিয়ে প্রায় সবাই হতাশ। তবে পক্ষে-বিপক্ষে অনেক মতামত আছে, সত্যি কি এই সেকটরের চাকরি এ-আই খেয়ে ফেলবে।
কিন্তু বর্তমানে আমার সমস্যাটি হয়ে গেছে তার চেয়েও বড়, আমি মানসিকভাবে ভেঙ্গে পড়ছি এসব দুঃচিন্তায়। ইসলামিক লেকচারারদের কথা শুনলে মনে হয় যা হবে তকদির অনুযায়ী হবে, আল্লাহ তো রিযিকের মালিক। কিন্তু এর বাইরে আসলেই চরম হতাশা কাজ করে ভবিষ্যৎ কি হবে?
এতে আমার স্বাভাবিক কাজ কর্ম নেতিবাচক প্রভাব ফেলছে। এই অবস্থায় আমার কি করা উচিত ।