আস-সালামু আলাইকুম। আমি একটা গ্রামে বাস করি। গত রমজানে আমাদের মসজিদে তারাবিহের নামাজের জন্য একজন ইমাম নেয়া হয়, যিনি সহিহ কুরআন তিলাওয়াত করতে পারেন না। উল্লেখ্য সহিহ তিলাওয়াত জানা ইমাম নেয়ার সুযোগও ছিল, কিন্তু তা করা হয়নি। আমার এমন ক্ষমতাও নেই যে আমি এটা পরিবর্তন করতে পারতাম। তাই আমি পাশের একটা মসজিদে নামাজ আদায় করি। এটা কি আমি ভুল করেছি?