আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 6537

সুদ-ঘুষ

প্রকাশকাল: 18 ডিসে. 2023

প্রশ্ন

কোনো ব্যক্তির ব্যাংক একাউন্টে তাকে সাহায্য করার উদ্দেশ্যে তার পক্ষ হয়ে টাকা জমা দিলে তাতে কি সুদের সাক্ষী হিসেবে গণ্য হবো?

উত্তর

এই লেনদেনে সাক্ষী হিসেবে আপনার প্রয়োজন নেই। সুতরাং সাক্ষী হিসেবে গণ্য না হলেও সীমালংঘনের কাজে সহযোগিতার জন্য আপনি অভিযুক্ত হবেন। আপনি সুদের কাজের সহযোগী হিসেবে গণ্য হবেন। সুরতাং এই ধনণের সাহায্য করা থেকে বিরত থাকবেন।