আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 6534

হালাল হারাম

প্রকাশকাল: 18 ডিসে. 2023

প্রশ্ন

আস-সালামু আলাইকুম। আমার চাচা হালাল ইনকাম করেন। আমরা যৌথ পরিবার। তিনি আমাকে তার নিজের মেয়ের মতো দেখেন।  কিন্তু উনি হোম লোন নিয়ে বাড়ি বানাচ্ছেন। আমি চাচার কাছে থাকি। তাহলে কি আমার সেই বাড়িতে থাকা জায়েজ হবে?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। হোম লোন নেয়া সম্পূর্ণ হারাম। আর আপনার দায়িত্ব আপনার পিতার। তিনি যদি আপনার দায়িত্ব পালনে অর্থাৎ ভরণ-পোষণে অক্ষম হন তাহলে চাচার বাড়িতে থাকতে পারেন। আপনার পিতার সক্ষমতা থাকলে আপনাকে চাচার দায়িত্বে ছেড়ে দেয়া এই অবস্থায় ঠিক হবে না।