আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 6531

হালাল হারাম

প্রকাশকাল: 18 ডিসে. 2023

প্রশ্ন

আস-সালামু আলাইকুম, আমি অনলাইন জুয়া থেকে ১ কোটি টাকা আয় করেছি। অনেক আগে তওবা করে সে পথ থেকে ফিরে এসেছি। এখন আমি ঐ ১কোটি টাকা ও আমার হালাল ইনকাম দিয়ে ব্যাবসায়ের মাধ্যমে শতভাগ হালাল ইনকামের চেষ্টা করছি। জুয়া থেকে উপার্জিত ওই ১ কোটি টাকা ব্যাবসায় বিনিয়োগ করার কারনে আমি এক সঙ্গে ওই টাকা গুলো সওয়াবের নিয়ত ছাড়া দান করতে পারছি না। ওই টাকা ব্যাবসায় খাটানোর কারনে ওই টাকার বিপরীতে আমার মুনাফা আসতেছে। এখন আমি যদি ভেঙ্গে ভেঙ্গে ১ কোটি টাকা দান করি তাহলে কি আমি শরিয়া মোতাবেক ঠিক আছি? অনুগ্রহ করে উত্তর জানাবেন। আল্লাহ তায়ালা আপনাকে উত্তম জাজা দান করুক। ধন্যবাদ

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। অবৈধভাবে উপার্জিত টাকা ব্যবসাতে বিনিয়োগ করা জাযেজ হবে না। এবং ঐ টাকা থেকে উপার্জিত লাভও গ্রহন করা না জায়েজ। আপনাকে দ্রুত ঐ টাকা সওয়াবের নিয়ত ছাড়া দান করে দিতে হবে। পৃথিবীতে সম্মানের সাথে বেঁচে থাকার জন্য কোটি কোটি টাকার প্রয়োজন নেই। খুব কম মানুষই এমন বিপুল পরিমাণ টাকা পয়সার মালিক। আল্লাহ তায়ালা কোটি কোটি টাকা ছাড়াই কোটি কোটি মানুষকে পৃথিবীতে বাঁচিয়ে রেখেছেন, ভালো রেখেছেন। সুতরাং আল্লাহ তায়ালাকে ভয় করে এখনই হারাম থেকে বিরত হয়ে যান। আল্লাহ তায়ালা কুরআনে বলেছেন, ,وَمَنْ يَتَّقِ اللَّهَ يَجْعَلْ لَهُ مَخْرَجًا – وَيَرْزُقْهُ مِنْ حَيْثُ لَا يَحْتَسِبُ وَمَنْ يَتَوَكَّلْ عَلَى اللَّهِ فَهُوَ حَسْبُهُ যে আল্লাহকে ভয় করবে, আল্লাহ তার একটা রাস্তা বের করে দিবেন। এমন উৎস থেকে রিযিক দান করবেন যা কখানো সে কল্পনাও করে নি। যে আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট। সূরা তলাক, আয়াত ২-৩।