আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 653

অর্থনৈতিক

প্রকাশকাল: 13 নভে. 2007

প্রশ্ন

প্রশ্ন : নামাযের সিজদারত অবস্থায় সুবহানা রাব্বিয়াল আলা ৩ বার পড়ার পরে, বাংলায় দোআ করা যাবে কিনা দয়া করে কোরআন ও হাদিসের আলোকে জানাবেন

উত্তর

আপনি বাংলায় যে দুআ করবেন তার অর্থ সম্বলিত কোন মাসনুন দুআ শিখে নিন। মাসনুন দুআ পাঠ করবেন। তবে যতদিন শিখতে না পারবেন ততদিন মাসনুন দুআর অর্থ সম্বলিত কোন বাংলা দুআ নফল নামাযের সাজদায়পাঠ করতে পারেন। এটাই শায়খ আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহ. এর অভিমত। ্এর বাইরে ভিন্নমতও আছে।