আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 654

আদব আখলাক

প্রকাশকাল: 14 নভে. 2007

প্রশ্ন

কোন বিবাহিত মেয়ে যদি তার কওমি মাদ্রাসার হুজুরদের সাথে হাস্য রসিকতা করে তবে কি ঐ মেয়ের স্বামী দাইয়ুস হবে? এক্ষেত্রে স্বামীর করণীয় কি? স্বামী কি ঐ মেয়েকে মাদ্রাসায় পড়ানো বাদ দেওয়াবে? জানিয়ে উপকৃত করবেন।

উত্তর

কওমী, আলীয়া, স্কুল, কলেজ বা ইউনিভার্সিটি যেখানেই হোক কোন মুসলিম প্রাপ্ত বয়স্ত মেয়ের জন্য গায়রে মাহরাম কোন পুরুষের সাথে হাস্য-রসিকতা জায়েজ নেই। কেউ এমন করলে তা থেকে বিরত রাখতে যা যা করার তা করতে হবে। আপনার প্রশ্নের উ্ত্তরে বলছি, আপনি পড়ানো বাদ দিতে পারেন।