আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 6521

বিবিধ

প্রকাশকাল: 18 ডিসে. 2023

প্রশ্ন

মসজিদ কে কি খোদাখানা বলা যাবে? বললে কি গুনাহ হবে?

উত্তর

ইসলামী পরিভাষায় যে ঘরকে মুসলিমরা সালাত তথা নামায আদায় করার জন্য তৈরী করে সেটাকে মসজিদ বলা হয়। বিশ্বব্যাপী মসজিদ বলতে মুসলিমদের ইবাদতের স্থানকে বুঝানো হয়। এখন নতুন করে এর অন্য কোন নাম দেয়ার কোন সুযোগ নেই। খোদাখানা বা এজাতীয় নাম দ্বারা কোনভাবেই মসজিদকে সংজ্ঞায়িত করা যাবে না।  মসজিদকে মসজিদই বলতে হবে। অন্য কিছু বলা যাবে না।