আমি যদি এমন কারো কাছ থেকে টাকা ধার করি যে হারাম রুযী উপার্জন করে এবং তার টাকা আমি চুক্তি অনুযায়ী সময় মত সুদ ছাড়া পরিশোধ করি এটা কি আমার জন্য হালাল হবে?
উত্তর
যারা হারাম উপার্জনে ব্যস্ত তাদের সামাজিকভাবে বয়কট করা দরকার। তাদের সাথে সব ধরণের লেনদেন থেকে বিরত থাকা উচিত। সুতরাং এমন ব্যক্তির থেকে টাকা ধার নেয়া উচিত নয়। তবে ধার নিয়ে যথা সময়ে দিয়ে দিলে এটা না জায়েজ হবে না।