আস-সালামু আলাইকুম। আমরা কুরবানির মাংস তিন ভাগ করে এক ভাগ সমাজে যে কয়জন মিসকিন আছে তাদের সমানভাবে ভাগ করে দিই। কিন্তু সমস্যা হচ্ছে আমাদের সমাজে মিসকিনের সংখ্যা অনেক কমে গেছে। গতবার আমরা নিজের ও আত্নীয়ের অংশ মিলে যতটুকু মাংস পেয়েছি, একজন মিসকিন তার চেয়ে বেশি পেয়েছে। তাই এবার লোকজন বলাবলি করছে আটের এক অংশ মিসকিনকে দিবে। এটা কি ঠিক হবে?