আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 6515

ঈদ কুরবানী

প্রকাশকাল: 18 ডিসে. 2023

প্রশ্ন

আস-সালামু আলাইকুম। আমরা কুরবানির মাংস তিন ভাগ করে এক ভাগ সমাজে যে কয়জন মিসকিন আছে তাদের সমানভাবে ভাগ করে দিই। কিন্তু সমস্যা হচ্ছে আমাদের সমাজে মিসকিনের সংখ্যা অনেক কমে গেছে। গতবার আমরা নিজের ও আত্নীয়ের অংশ মিলে যতটুকু মাংস পেয়েছি, একজন মিসকিন তার চেয়ে বেশি পেয়েছে। তাই এবার লোকজন বলাবলি করছে আটের এক অংশ মিসকিনকে দিবে। এটা কি ঠিক হবে?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। বাংলাদেশে কুরবানীর গোশতের হকদার এমন গরীব মিসকিনদের অভাব নেই। আপনি কোন জায়গার কথা বলছেন, সেটা বুঝতে পারছি না। বাড়ির কাছে যদি গরীব মানুষ না থাকে দূরের গরীবদেরকে দিবেন। সর্বাবস্থায় বেশী বেশী দান করার চেষ্টা করবেন। দান কমিয়ে নিয়ে আসার সিদ্ধান্ত ভালো নয়।