আস-সালামু আলাইকুম। আমি কিছু টাকা আরেকজনের কাছে আমানত রাখি এবং তাকে এই অনুমতি দেই যে সে তার প্রয়োজনে এটা ব্যবহার করতে পারবে। তারপর সে আমাকে অবগত করে টাকাগুলি ইসলামি ব্যংকে রেখে দেয়। এখন সে ঐ টাকা থেকে কিছু প্রফিট পেয়েছে। এখন কি সে এই প্রফিটের টাকা ভোগ করতে পারবে?