আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 6493

বিচার আচার

প্রকাশকাল: 9 নভে. 2023

প্রশ্ন

আস-সালামু আলাইকুম। আমার আব্বার বাড়িভিটার ভাগাভাগি এখনো হয় নাই। আমার আম্মা কয়েক বছর আগে একটা আমড়া গাছ লাগিয়েছিলেন আমাদের বর্তমান থাকার জায়গার পাশে। গাছটি এখন বড় হয়েছে এবং বছর ২ থেকে ফল দিচ্ছে। আমার চাচারা আমাদের লাগানো গাছ অথচ বারবার আমার আম্মার সাথে গাছ নিয়ে ঝামেলা করেছে, বলেছে জায়গা জমি ভাগাভাগি হলে তারা আর আমাদেরকে ওই গাছে হাত দিতে দিবে না।

এমতাবস্থায় আমার আম্মা জিদ করে যে এই গাছটা কাটতে হবে।যদিও আমার আব্বা এই ব্যপারে রাজি নন। কিন্তু আমার চাচারা এখন সেই গাছ কাটতে দিবে না। আমাদের হত্যার হুমকি দিচ্ছে। কিন্তু গাছটা যদি থাকে তাহলে পরবর্তীতে বারবার মেয়েলি ঝগড়া হবে আমার আম্মা দীর্ঘকালিন এই সমস্যা চান না।

এখন আমার মতে সহনশীল হয়ে গাছটা তাদেরকে ছেড়ে দেওয়াই উত্তম। কিন্তু আমার আম্মা কিছুতেই এইকাজ করতে চাচ্ছেন না।পরিবারে বারবার তাদের সাথে ছোট খাট বিষয় নিয়ে দীর্ঘকালীন এই ঝগড়ার চাইতে কি গাছটি কেটে ফেলা ভালো হবে? (গাছটি আমাদের  হাতে লাগানো এবং আমি আমার এই ছোট্ট ১৮ বছরের অভিজ্ঞতায় জানি আমার চাচাদের ব্যবহার খুবই  কষ্ট দায়ক)

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। গাছ কাটলেই তো সমস্যার সমাধান হচ্ছে না। তারা যদি হত্যার হুমকি দেয়, তাহলে কাছ কাটলে সমস্যা তো আরো প্রকট হবে। যদি সম্ভব হয় এখনই  এই জায়গাটা ভাগ করে ফেলবেন। তাহলে সমস্যা থাকবে না। যদি সেটা সম্ভব না হয় তাহলে ঐ গাছের ফল একদিনে সব সংগ্রহ করে সব চাচারা ভাগ করে নিবেন। মেয়ে মানুষের জিদ বেশী হওয়ায় আপনার আম্মা এরকম বলছে। তার কথা শুনে সমস্যা আরো জটিল করা বুদ্ধিমানের কাজ হবে না।