আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 6494

অর্থনৈতিক

প্রকাশকাল: 10 নভে. 2023

প্রশ্ন

আস-সালামু আলাইকুম। বৈশাখ মাসে যেহেতু নতুন ধান তোলা হয় তাই তখন ধানের দাম অনেক কম থাকে। তো তখন যদি আমি সেই কমদামে কয়েকমন ধান কিনে ৩-৪ মাস নিজের কাছে রেখে দেই এই আশায় যে ৩-৪ মাস পর যখন ধানের দাম বাড়বে তখন আমি বেশি দামে বিক্রি করে লাভ করবো। এ রকমটা করা কি জায়েজ হবে?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। সাধারণভাবে এটা জায়েজ। তবে যদি এমন মজুদের কারণে বাজারে কৃত্তিম সংকট দেয় দেয় তাহলে রাখা যাবে না।