আস-সালামু আলাইকুম। কোনো গৃহিনীর যদি জমানো টাকা থাকে আর সে তা থেকে যাকাত দেয়, তাহলে কি তার জন্য নিজের টাকায় কোরবানি দেয়াও ফরজ? স্বামীর টাকা দিয়ে স্বামী গৃহিনীর নামে কোরবানি দিলে কি সেটা কবুল হবে?
উত্তর
ওয়া আলাইকুমুস সালাম। কুরবানী ফরজ ইবাদত নয়। কুরবানী ওয়াজিব বা সুন্নাত ইবাদত। যে গৃহিনী যাকাত দেন তাকে তার নিজের টাকা দিয়ে কুরবানী করতে হবে। তবে গৃহিনীর স্বামী বা অন্য কেউ যদি নিজ টাকা দিয়ে পশু ক্রয় করে গৃহিনীর পক্ষ থেকে কুরবানী দেয় তাহলে কোন সমস্যা নেই। গৃহিনীর পক্ষ থেকে কুরবানী কবুল হবে।