আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 6490

হালাল হারাম

প্রকাশকাল: 6 নভে. 2023

প্রশ্ন

আমার চুল অত্যন্ত নরম (ফ্লাট)। এতটাই নরম যে হালকা একটু লম্বা হলেও তা কপালের উপর এসে পড়ে। আবার একবারে খাটো রাখলে সবাই বলে রোগাটে দেখা যায়। এমতাবস্থায় আমার প্রশ্ন চুল কপালের উপর এসে পড়লে কি হারাম হবে?

উত্তর

না, চুল কপালের উপর আসলে হারাম না। চুল স্বাভাবিক রাখবেন। চারদিক সমান করে রাখবেন।