আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 6483

ব্যক্তিগত ও পারিবারিক

প্রকাশকাল: 30 অক্টো. 2023

প্রশ্ন

আস-সালামু-আলাইকুম। আমার বয়স ৪৫ বছর। আমরা তিন বোন জন্মের পর পুত্রসন্তান লাভের আশায় আমাদের পিতা অন্যত্র বিবাহ করেন এবং সেই সংসারে তার একটি কন্যা এবং একটি পুত্রসন্তানের জন্ম হয়।  তিনি কখনোই আমাদের কোনো ভরনপোষণ ব্যয় বহন করেন নি, এমনকি তার উত্তরাধীকারসুত্রে প্রাপ্ত সম্পদ বিক্রির অর্থ হতেও আমাদের বঞ্চিত করেছেন।

আমাদের মা অতি কষ্টে আমাদের লালন-পালন করেছেন এবং আমাদের বিবাহ দিয়েছেন। আমাদের বড়বোনের তিন কন্যাসন্তান (পুত্রসন্তান নেই) জন্মের পর তার স্বামী মারা গেলে তাকে (বড়বোনকে) তিন শিশুসন্তানসহ শ্বশুরবাড়ি থেকে বিতাড়িত করা হয়। তৎকালিন সময়ে আমাদের মা আর্থিকভাবে স্বচ্ছল হলেও তিনি আমাদের বিধবা বোনের কোন দায়ভার নেননি। এরপর থেকে আমরা আমাদের স্বামীর অনুমতিক্রমে আমাদের বিধবা বোন ও ভাগ্নীদের ভরণপোষণ করি এবং ভাগ্নিদের বিবাহ দেই।

বর্তমানেও অস্বচ্ছল বিধবা বোন ও ভাগ্নীদের প্রয়োজনে পাশে থাকছি। এরসাথেও আমরা আমাদের পিতার চিকিৎসা ও পোশাক-পরিচ্ছেদের ব্যয় যথাসাধ্য বহন করে আসছি। সম্প্রতি তার কন্যার (আমাদের সৎ বোনের) বিবাহ উপলক্ষে নগদ একলক্ষাধিক টাকা প্রদান করি, বর্তমানে আমাদের পিতা তার পুত্র কর্মক্ষম হওয়া স্বত্তেও তার দ্বিতীয় সংসারের অর্ধেক খরচ এবং তার ২ লক্ষ টাকা ঋণের দায়ভার গ্রহন করতে বলেন। উল্লেখ্য যে, আমাদের নিজস্ব কোন অর্থ উপার্জনের পন্থা নেই এবং আমরা নিজ নিজ স্বামী কর্তৃক লালিত।

অসহায় বোন এবং এতিম ভাগ্নীদের ব্যয় বহন করার পর পিতার এরুপ আবদার পালনে অপারগতা প্রকাশ করার পর থেকে পিতা আমাদের সাথে সম্পূর্ণ যোগাযোগ বন্ধ করে দিয়েছেন। এমতাবস্থায় ইসলামের আলোকে আমাদের করণীয় সম্পর্কে জানতে চাচ্ছি।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। আপনার পিতার আবদার অন্যায়। তিনি যোগাযোগ বন্ধ করলে তার জন্য তিনিই দায়ী থাকবেন। তবে আপনারা আপনাদের পিতার চিকিৎসা ও দেখাশোনা বাবদ যে খরচ করছেন সেটা চালিয়ে যাওয়ার চেষ্টা করবেন।