আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 6482

নামায

প্রকাশকাল: 29 অক্টো. 2023

প্রশ্ন

আস-সালামু আলাইকুম, আমরা যাহারা দেশের বাহিরে (সিংগাপুর) থাকি তাহারা ফজরের সময় ঘুম থেকে উঠে নামাজ পড়ে কাজের সাইটের উদ্দেশ্যে বাহির হয়। সারাদিন থেকে রাত ১১ টার দিকে বাসায় ফিরে আসি। ৪ ওয়াক্ত নামাজ সচরাচর কাজের সাইটে পড়া হয়। বাসা থেকে কাজের সাইটের দুরত্ব গড়ে ২০ কিলোমিটার হয়। কখনোও কম কখনও বেশি। এই ক্ষেত্রে কি আমাদের ৪ ওয়াক্ত নামাজ কছর করতে হবে নাকি পুড়োটাই পড়তে হবে?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। পুরোটাই পড়বেন। ৭৯ কিলোমিটারের ভিতরে হলে পুরো নামায পড়তে হবে,কসর করা যাবে না।