আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 6481

বিবাহ-তালাক

প্রকাশকাল: 28 অক্টো. 2023

প্রশ্ন

আস-সালামু আলাইকুম, শায়েখ আমি একজন ছাত্র। আমার একাকিত্ব দূর করার জন্য মনে হয় আমার বিয়ে করা উচিত। কিন্তু আমি যে এখন বিয়ে করব তার জন্য আমার কাছে কোনো টাকা পয়সা নাই। যদি বিয়েও করি যৌথ পরিবার হওয়ার কারণ বাসায় কোন ইসলামি পরিবেশ ও নাই। এদিকে বিয়ে না করার ব্যাপারটা আমার পড়াশোনাতেও ইফেক্ট ফেলছে। এখন কি আমি সাওম পালন করে করে ধৈর্য ধরে যাব? আমাকে নসিহা করুন
জাজাখাল্লাহু খায়রান

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। স্ত্রীকে পর্দার সাথে রাখার ব্যবস্থা না করতে পারলে বিয়ে করা ঠিক হবে না। স্ত্রীর নূন্যতম ভরন-পোষনের ব্যবস্থা যদি করতে পারেন, সাথে পর্দা রক্ষা করে চলতে পারেন তাহলে বিবাহ করতে পারেন। অন্যথায় সাওম পালন করতে থাকুন, আল্লাহর কাছে দুআ করতে থাকুন।