আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 6475

অর্থনৈতিক

প্রকাশকাল: 22 অক্টো. 2023

প্রশ্ন

আস-সালামু আলাইকুম। আমার ২০০০০০ টাকার দরকার যার কারণে আমি অনেক জন থেকে টাকা ধার নিতে চাইছি কিন্তু কেউ আমাকে টাকা ধার দেয়নি। এখন যদি আমি বিভিন্ন NGO যেমন brac থেকে টাকা লোন নিই সেখানে যে সুদ দিতে হয় তাহলে আমার কোনো গুনাহ হবে কী?

আপনারা কী কোনো ঋন পরিশোধ করার জন্য টাকা ধার দিয়ে থাকেন?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। জ্বী, গুনাহ হবে। বড় গুনাহ হবে। এভাবে টাকা নেয়া সম্পূর্ণ হারাম হবে। সুদ খাওয়া বা দেওয়া দুটোই হারাম।