আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 6474

ঈদ কুরবানী

প্রকাশকাল: 21 অক্টো. 2023

প্রশ্ন

এক পিতার যদি চারটি ছেলে থাকে এবং তারা চারজনের কাছ থেকে টাকা নিয়ে কুরবানি করে তাহলে কি জায়েজ হবে?

উত্তর

জ্বী, ছেলেরা যদি কুরবানী দেওয়ার জন্য পিতাকে টাকা উপহার দেয় তাহলে  জায়েজ হবে। পিতার নিজের পক্ষ থেকে কুরবানী  আদায় হবে। সন্তানদের উপর কুরবানী ওয়াজিব হলে আলাদা আলাদা প্রত্যেকের কুরবানী দিতে হবে।