আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 6458

সালাত

প্রকাশকাল: 5 অক্টো. 2023

প্রশ্ন

নামজে কেরাত দীর্ঘ করার জন্য একই রাকাতে সুরার ক্রমধারা ঠিক রেখে একাধিক সুরা বা সুরার অংশ পড়া যাবে কিনা? যেমন ইয়াসিন পড়ে একই রাকাতে হাশর কিংবা মূলক পড়া যাবে কি না?

উত্তর

জ্বী, সালাতে একই রাকআতে একাধিক সূরা বা সূরার অংশ পড়া যাবে।