আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 6442

অর্থনৈতিক

প্রকাশকাল: 19 সেপ্টে. 2023

প্রশ্ন

আস-সালামু আলাইকুম আমার চাচা প্রবাসী। তার কোনো ছেলে সন্তান নেই।তিনি বিদেশ থেকে বর্তমানে দেশে বাড়ি তৈরি করছেন। বাড়ি তৈরির দেখাশোনা আমি এবং আমার বাবা করে থাকি। বাড়ি তৈরিতে কোনো কিছু কিনতে হলে (যেমনঃ রড, ইট, সিমেন্ট ইত্যাদি) তিনি আমার বিকাশ একাউন্টে টাকা পাঠান। এবং আমি সে টাকা তুলে তার বলা জিনিসপত্র কিনি। আমার প্রশ্ন হলোঃ বিকাশে লেনদেন করলে কিছু টাকা বিকাশ ফি হিসাবে কেটে রাখে। এই ফি দেয়া টাকাটা কি সুদের অন্তর্ভুক্ত হবে? বা বিকাশে লেনদেন করার কারনে কি আমার দ্বারা সুদের কোনো কাজে সহযোগিতা হয়ে যাচ্ছে?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। না, বিকাশ চার্জ সুদের অন্তর্ভূক্ত হবে না। বিকাশে এই লেনদেনের কারণে কোন সুদের কাজে সহযোগিতা হচ্ছে না।