আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 6421

মুসাফির

প্রকাশকাল: 29 আগস্ট 2023

প্রশ্ন

আস-সালামু আলাইকুম। শায়েখ, বাড়ি থেকে আমার কর্মক্ষেত্র সফর পরিমাণ দূরত্বে। এখন- ১. আমার কর্মক্ষেত্রে যদি ১৫ দিনের কম সময় থাকার নিয়ত করি তাহলে কি নামাজ কসর পড়তে হবে? আমি এখানে বাসা ভাড়া করে থাকি কিন্তু প্রতি সপ্তাহে বাড়ি যাই। ২. আর কর্মক্ষেত্র থেকে বাড়িতে যাওয়ার পথে যদি কোন আত্নীয়ের বাড়িতে থাকি তাহলে কি মুসাফির থাকব নাকি মুকিম হয়ে যাব? আত্নীয়ের বাড়ি থেকে আমার বাড়ি ৩ কিলো ব্যবধান।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। জ্বী, আপনি আপনার কর্মক্ষেত্রে ১৫ দিনের কম থাকার নিয়ত করলে কসর করবেন। ২। তিন কিলোমিটর দূরত্বে কসর করার দরকার নেই। আরেকটু দূর হলে কসর করবেন। মনে রাখবেন, কসর কিন্তু করতে হয় ফরজ নামায একাকী আদায় করলে অথবা মুসফির ইমামের পিছনে অদায় করলে। স্থানীয় ইমামের পিছনে নামায আদায় করলে কসর করা যাবে না। বর্তমানে সব জায়গাতে প্রচুর সমসজিদ আছে। চেষ্টা করবেন মসজিদে জামাতের সাথে নামায আদায় করতে, তাহলে তখন কসরের প্রয়োজন নেই। সফর অবস্থায় সুন্নাত ও নফল নামায পড়তে কোন সমস্যা নেই।