আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 6422

অর্থনৈতিক

প্রকাশকাল: 30 আগস্ট 2023

প্রশ্ন

আমার কাছে ঔষধ কোম্পানির একটা চাকরির অফার এসেছে।কাজ হল ডাক্তার ভিজিট করা এবং ঔষধ এর দোকানে অর্ডার কাটা। মূল বেতন ১৭ হাজার টাকা ta / da বাদে। কোম্পানি ডাক্তারকে তাদের ঔষধ লেখানোর জন্য টাকা বা উপহার দেওয়া হয়। এই টাকা বা উপহার আমাকে দিয়ে দেওয়া হবে। আমার এখন প্রশ্ন হল দুটো ১) কোম্পানির টাকা বা উপহার আমার মাধ্যমে ডাক্তারকে দেওয়া হলে এতে আমি দোষী হবো কিনা? ২) যদি কিছুটা দোষী হইও, শুধু ঐটুকুর জন্য আমি মূল বেতন এবং টার্গেট পূরণের জন্য যে অর্থ পাবো তা বৈধ হবে কিনা?

উত্তর

ওষুধ লেখানোর জন্য ডাক্তারকে উপহার দেয়া অন্যায় ও নাজায়েজ কাজ। আর এই কাজই আপনার চাকুরীর একটা অংশ। সুতরাং উপার্জিত টাকা কিছুটা হলেও হারাম মিশ্রিত হবে। বর্তমানে ওষূধ কোম্পানীগুলো এই অসাধু কাজ করে যাচ্ছে। যদি অন্য কোন উপার্জনের ব্যবস্থা থাকে তাহলে এই কাজ বর্জন করা ভালো।