ওয়া আলাইকুমুস সালাম। শয়তান মানুষের প্রকাশ্য শত্রু। সে নানাভাবে মানুষেকে ভালো সেজে বিপদগামী করে। আপনিও সেই বিপদে পড়েছেন। একজন মুসলিম তরুনীর জন্য কিছুতেই বৈধ নয় যে, সে নিয়ম করে কোন নন মাহরাম পুরুষকে ইসলামের দাওয়াত দিবে। হঠাৎ যদি কোন উপলক্ষ্য তৈরী হয় ইসলামের কথা বলার, ভালো কথা বলার তাহলে ভিন্ন কথা। দ্বিতীয়ত বিবাহপূর্ব কোন ভালোবাসার বৈধতা ইসলামে নেই। । ভিন্ন ধর্মের কোন মানুষকে বিবাহ করা সম্পূর্ণ হারাম। সুতরাং চিরস্থায়ী জাহান্নামে যাওয়ার যে পথে আপনি অগ্রসর হয়েছেন, জাহান্নামের আগুনকে ভয় করে সে পথ থেকে অবশ্যই আপনাকে সরে আসতে হবে। তাকে ইসলামের দাওয়াত দেয়ারও দরকার নেই, তার সাথে কোন সম্পর্ক রাখারও দরকার নেই।