আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 6385

জায়েয

প্রকাশকাল: 24 জুলাই 2023

প্রশ্ন

আস-সালামু আলাইকুম। জৈনক এক আলেম চ্যালেঞ্জ করে বলেন আগে কোরআন না শিখে কেও যদি অন্য জেনারেল জ্ঞান অর্জন করে তবে তা হারাম। আগে ওসব পড়া ছেড়ে দিয়ে কোরআন শিখতে হবে। এখন কি যে সব জ্ঞান অর্জন করেছি সব হারাম। এখন আমার করনীয় কী?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। না, আগের কোন জ্ঞানার্জন হারাম নয়। তবে মুসলিম হিসেবে আমাদের কুরআন-হাদীস-ফিকহের জ্ঞান এতটুকু অবশ্যই করতে যা দ্বার দৈনন্দিন জীবনে ইসলাম অনুসরণ করতে যেন কোন সমস্যা না হয়। এখন আপনার করণীয় হলো শুদ্ধভাবে ‍কুরআন তেলাওয়াত শেখা এবং প্রয়োজনীয় মাসআলা-মাসায়েল শেখা।