আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 6384

হালাল হারাম

প্রকাশকাল: 23 জুলাই 2023

প্রশ্ন

আস-সালামু আলাইকুম। সরকার থেকে যে বৈশাখী ভাতা দেওয়া হয় তার উদ্দেশ্য কি বিশখি পালনা কি না তা আমরা পরিষ্কারভাবে জানি না। অনেকে বলে থাকেন এটা বৈশাখী উৎসব পালন করার জন্য দেওয়া হয়ে থাকে যেমন ঈদ পালন করার জন্য ঈদ বোনাস দেওয়া হয়। অবশ্য এই টাকা গ্রহীতা তার ইচ্ছা মতই খরচ করতে পারেন। সরকার কি উৎসব পালনের জন্য ভাতাটি প্রদান করে? এমতাবস্থায় বৈশাখী ভাতা নেওয়া কি হালাল হবে?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। জ্বী, নতুন বছর প্রথম হিসেবে সরকার কোন ভাতা দিলে সেটা বৈধ হবে। তবে নতুন বছরকে কেন্দ্র করে কোন নোংরামীতে অংশগ্রহণ করা যাবে না।