As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 6381

যাকাত

প্রকাশকাল: 20 জুলাই 2023

প্রশ্ন

আমি জানতে চাচ্ছিলাম যে, আমার আব্বা মারা যাবার পর তার ব্যাংকের টাকার মালিকানা আমার। তাই আমাকে যাকাত দিতে হবে। টাকা গুলো ব্যাংকে রাখা। ঐটাকা দিয়ে আমরা চলি। যদি ঐ টাকার উপর একবার যাকাত দেয়া হয়। পরবর্তী বছরে কি আবার বাকি টাকার উপর যাকাত দিতে হবে?

উত্তর

জ্বী, প্রতি বছর একবার করে যাকাত দিতে হবে। প্রতি বছর যাকাত দেয়ার সময় যতটাকা থাকবে ততো টাকার যাকাত দিতে হবে।