আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 6382

অর্থনৈতিক

প্রকাশকাল: 21 জুলাই 2023

প্রশ্ন

আস-সালামু আলাইকুম শায়েখ। আমার কাছে কতো টাকা ১ বছর যাবত থাকলে আমি যাকাত আদায় করবো? ১ কেজি ৩০০ গ্রাম চাল দিলেই কি আমার ফিতরা আদায় হয়ে যাবে?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। সাড়ে বায়ান্ন তোলা রুপার মূল্য বর্তমানে ৫৫ হাজার টাকার মতরুপার নিসাব অনুযায়ী হিসা করলে ৫৫ হাজার টাকা ১ বছর থাকলে যাকাত দিতে হবে। চাল দিয়ে ফিতরা দিলে ১ সা পরিমাণ দিতে হবে। ১ সা ৩ কজি ৩০০ গ্রামের মতো। সুতরাং চাল দিলে ফিতরা দিলে তিন কেজি ৩০০ গ্রাম চাল দিতে হবে।