আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 6343

যাকাত

প্রকাশকাল: 12 জুন 2023

প্রশ্ন

আস-সালামু আলাইকুম আমি মোহরানা এবং গিফট মিলে প্রায় পাঁচ ভরি (এর কমও হতে পারে) স্বর্ণ আমি পেয়েছিলাম। কিছু স্বর্ণ আমি ব্যবহারও করি। এখন আমার প্রশ্ন হচ্ছে…

১.আমার উপর যাকাত ফরজ হয়েছে কিনা?

২.আমি বিয়ের পর হাদিয়া হিসেবে কিছু টাকা পেয়েছিলাম, টাকার পরিমান প্রায় ৬ থেকে ৭ হাজার টাকা। এ টাকা আমার স্বামী বা অন্য কেও প্রায় প্রতি মাসে ঋণ নিয়ে আবার শোধও করে দেয়। আমি আবার আমার প্রয়োজনীয় জিনিস কিনলে আবার স্বামীর থেকে টাকা নিয়ে ওই টাকা পূরণ করে রাখি। এছাড়া এই টাকা দিয়ে আমার মোবাইল কিনারই নিয়ত আছে, আরও কিছু টাকা জমিয়ে। উল্লেখ্য এ টাকা একবছর পূর্ণ হয়নি। তো এই হলো আমার মোট সম্পদ, এছাড়া আমার আর কোন সম্পদ বা কিছু নেই। *এখন কথা হচ্ছে সব মিলিয়ে আমার উপর কি যাকাত ফরজ হয়েছে?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। যেহেতু টাকার উপর এক বছর পূর্ণ হয় নি সুতরাং শুধু স্বর্ণ ৫ ভরি হওয়ার কারণে যাকাত ফরজে হবে না। শুধু স্বর্ণ সাড়ে সাত ভরি হলে তখন যাকাত ফরজ হবে। অথবা উক্ত টাকা যদি এক বছর আপনার কাছে থাকে তখন স্বর্ণ ও টাকা মিলে যাকাত ফরজ হবে।