আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 6342

যাকাত

প্রকাশকাল: 11 জুন 2023

প্রশ্ন

আমার গ্রামে একটি ছেলে বৃদ্ধাশ্রম চালায়। আমি কি সেই বৃদ্ধাশ্রমে যাকাতের টাকা দিতে পারব?

উত্তর

সেখানে বৃদ্ধাশ্রমে যারা থাকেন তারা যদি যাকাত নেয়ার উপযুক্ত হন তাহলে দিতে পারবেন। বৃদ্ধাশ্রমে সাধারণত অতি ধনী মানুষেরা থাকে, সুতরাং ভালো করে যাচাই করে যাকাত দিতে হবে।