আস-সালামু আলাইকুম, আমি একজন আমেরিকা বসবাসকারী প্রবাসী, নিরাপত্তা জনিত কারণে আমার উপার্জনের একটা অংশ ব্যাংকে জমা রাখি। ব্যাংক প্রতিমাসে আমার জমানো টাকার উপর আমাকে একটা সুদ প্রদান করে এবং বছর শেষে ব্যাংক আমাকে একটা স্টেটমেন্ট প্রদান করে যেখানে সারা বছরের টোটাল সুদের পরিমাণ উল্লেখ থাকে। আমি প্রতিবছর এই সুদের সম্পূর্ণ টাকা গরিব মিসকিন কে সদকায়ে জারিয়া হিসাবে প্রদান করে থাকি, এবং আমার মূল টাকার উপর ২.৫% হারে যাকাত আদায় করে থাকি, এখন আমার প্রশ্ন হল এই সুদের টাকা গরিব মিসকিন কে দান করা কি আমার জায়েজ হবে?