আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 6211

তারাবীহ

প্রকাশকাল: 31 জানু. 2023

প্রশ্ন

রমযানে তারাবির নামাজে কুরআন খতম করা স্বতন্ত্র সুন্নত। সুতারাং রমযানের ১৫/২০দিনের মধ্যে কুরআন খতম করা পর যদি বাকি দিনগুলোতে সূরা তারাবিহ পড়া হয় তাহলে তারাবিতে কুরআন খতম করার সুন্নত ও ফজিলত আদায় হয়ে যাবে?

উত্তর

জ্বী, তারাবীহ খতমের সুন্নাত আদায় হবে। তবে প্রকৃত সুন্নাত হলো পুরো রমজান মাসে তারবীর সালাতে অধিক হারে কুরআন পাঠ করা। ১৫-২০ দিনে কুরআন খতম করে পরে ছোট সূরা দিয়ে তারাবীহ পড়া কাম্য নয়। যতটা সম্ভব পুরো রমজানে বেশী করে কুরআন পড়তে হবে।