আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 6212

অর্থনৈতিক

প্রকাশকাল: 1 ফেব্রু. 2023

প্রশ্ন

আমি পেশায় একজন সেলসম্যান বা নির্ধারিত বেতনে বিক্রয়কর্মী। আমি কোম্পানির মালামাল দর করে বাহিরে নিয়ে যদি বেশি দামে বিক্রি করি তা বাড়তি টাকা কোম্পানি কে না দিয়ে নিজে রেখে দিয় তা কি হারাম হবে? উদাহরণ কোম্পানি থেকে ১০০০ টাকা বলে একটা মাল নিয়ে কাস্টমার এর কাছে ১২০০ টাকা বিক্রি করলাম। কোম্পানি কে দিলাম ১০০০ টাকা।

উত্তর

জ্বী, হারাম হবে। আপনি কোম্পানীর কর্মী, কোম্পানী যে দামে বিক্রি করতে বলে আপনি সে দামে বিক্রি করবেন। কোম্পানীর দামের বাইরে আপনার টাকা নেয়ার কোন সুযোগ নেই। আপনি যদি কোম্পানীর চাকুরী না করে কোম্পানী থেকে ১০০০ টাকা কিনে এনে ১২০০ টাকায় বিক্রি করেন তাহলে সেটা ব্যবসা হিসেবে জায়েজ।